শিরোনাম :
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ মানিকগঞ্জে সম্পাদক পরিষদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় মানিকগঞ্জে সম্পাদক পরিষদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় মানিকগঞ্জবাসী যৌথবাহিনীর হস্তক্ষেপে সাড়ে ৩ ঘণ্টা পর বিদ্যুৎ পেলো মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার আলিম পরিক্ষায় শতভাগ পাশ মহাদেবপুর-ঝিটকা সড়কে প্রায় ৪ কোটি টাকার সেতুর এপ্রোচ ধ্বংস কণ্ঠশিল্পী মমতাজসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা মানিকগঞ্জে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মানিকগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

মানিকগঞ্জে ঘুমন্ত স্বামীর উপর গরম পানি ঢেলে দিয়েছেন স্ত্রী জুলেখা

সময়ের সংবাদ রিপোর্ট:
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

 

মানিকগঞ্জে ঘুমন্ত স্বামীর উপর গরম পানি ঢেলে দিয়েছেন স্ত্রী জুলেখা বেগম (৪০)। ঝলসানো শরীর নিয়ে নিজেই দৌড়ে হাসপাতালে যান তিনি।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। বর্তমানে ঢাকা মেডিকেলে কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন

গত রবিবার রাত সাড়ে এগারোটায় সদর উপজেলার দিঘি ইউনিয়নের স্বল্প হাতকোড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইজুদ্দিন (৫০) হাতকোড়া গ্রামের মৃত নীল চানের ছেলে।

এলাকাবাসি ও বিম্বস্হ সূত্রেজানান , গত রবিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো ভ্যান চালিয়ে বাড়ি আসেন সাইজুদ্দিন। রাতে ঘুমানোর সময় তার মানিব্যাগে কিছু টাকা কম দেখতে পান। স্ত্রীর সাথে এ নিয়ে কথা-কাটাকাটি হয়।

এরপর ঘুমিয়ে যান তিনি। রাত সাড়ে এগারোটার সময় চুলায় পানি গরম করে সে পানি ঘুমন্ত সাইজুদ্দিনের শরীরে ঢেলে দেয় তার স্ত্রী জুলেখা। গরম পানিতে মুহূর্তে তার শরীর মুখ ও মাথার কিছু অংশ ঝলসে যায়।

এসময় চিৎকার করতে করতে নিজেই হাসপাতালে ছুটে যান সাইজুদ্দিন। এ ঘটনার পর থেকে স্ত্রী জুলেখা পলাতক রয়েছেন।

 

প্রতিবেশী রেহাজ উদ্দিন (৫৭) বলেন দীর্ঘদিন ধরে স্বামীকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছিলেন তার স্ত্রী। এ নিয়ে মাঝেমধ্যেই তাদের বিবাদ হতো। রবিবার রাতে চিৎকার শুনে দৌড়ে সাইজুদ্দিনের বাড়িতে আসি।

এর মধ্যেই সাইজুদ্দিন হাসপাতালের দিকে দৌড়াতে থাকে। আমি খালি গায়ে তার পেছন পেছনে যাই। কর্ণেল মালেক মেডিকেল হাসপাতালে গেলে ডাক্তার সেখান থেকে ঢাকায় রেফার্ড করে। তাকে সাথে নিয়ে আমি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করি কত্বব্যরত  ডাক্তার জানান তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © Shomoyer Sangbad
Developer Design Host BD