শিরোনাম :
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ মানিকগঞ্জে সম্পাদক পরিষদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় মানিকগঞ্জে সম্পাদক পরিষদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় মানিকগঞ্জবাসী যৌথবাহিনীর হস্তক্ষেপে সাড়ে ৩ ঘণ্টা পর বিদ্যুৎ পেলো মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার আলিম পরিক্ষায় শতভাগ পাশ মহাদেবপুর-ঝিটকা সড়কে প্রায় ৪ কোটি টাকার সেতুর এপ্রোচ ধ্বংস কণ্ঠশিল্পী মমতাজসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা মানিকগঞ্জে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মানিকগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

মানিকগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সময়ের সংবাদ রিপোর্ট:
  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

মানিকগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে ‘কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’ স্লোগানকে সামনে রেখে

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. মানোয়ার হোসেন মোল্লা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবর রহমান, প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমান ও রায়হানুল কবীর, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম চন্দন,  এখন টিভির প্রতিনিধি আসাদুজ্জামান লিমন, বেসরকারি উন্নয়ন সংস্থা পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান, জেলা শিক্ষা কার্যালয়ের সহকারি পরিদর্শক মনসুর আলী প্রমুখ।

বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের দ্বারা কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ তথ্যের মালিক। একারণে জনগনের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু তথ্যদাতাদের অনেকেই এই আইন সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত নয়। আবার অনেকেই তথ্য প্রদানের ব্যাপারে আন্তরিক নয়। একারণে তথ্য অধিকার আইনের সেবা থেকে সেবা প্রত্যাশীরা বঞ্চিত হচ্ছে। এব্যাপারে সকলকেই সচেতন ও আন্তরিক হতে হবে।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © Shomoyer Sangbad
Developer Design Host BD